Search This Blog

Sunday, April 5, 2020

তোমায় বড় মনে পড়ে

তোমায় বড় মনে পড়ে,
আর তারপর, আমি মৃত্যু দেখি!

সকালবেলার কুয়াশামাখা শীতলতাকে বুকে জড়িয়ে
শূন্যমনে ঘরে ফেরার বেলা, উচ্চাশার চাবুক খেয়ে
উষ্ণতায় জলাঞ্জলি দেওয়া নির্বিকার ভোরে,
বিক্ষোভ, বিদ্রোহ, মিছিল নিরাপদে পাশকাটানো
মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া দুপুরে-

তোমায় বড় মনে পড়ে!
তুমি থাকলে, বলতাম "চলো এক পা হেঁটে আসি মিছিলে"!

তুমি থাকলে, দুনিয়া উজাড় করে
আমি ঠিক ফিরিয়ে আনতাম ভালোবাসা,
সাম্রাজ্যবাদের বুকের উপর দাঁড়িয়ে
আগুন জ্বালিয়ে দিতাম বিপ্লবের,
দিকে দিকে ছড়িয়ে দিতাম, ফিরিয়ে দিতাম
প্রেম, এ হতভাগা দেশে। আর তারপর -

বৃষ্টি নামতো, মরুভূমির বুকে। মরা নদীর খাত
ভরে উঠতো টলটলে জলে- আর -
কোনো এক সন্ধ্যাবেলা, আধখাওয়া চাঁদটা,
সেই জলে তোমার-আমার প্রতিচ্ছবি  দেখে-
 হিংসা করে মেঘের আড়াল টেনে দিতো মুখের উপর!

তোমায় বড় মনে পড়ে নীল,
যখন চারপাশে মৃত্যু দেখি!

No comments:

Post a Comment