Search This Blog

Tuesday, March 20, 2018

ছায়াপথ আর সে

একটা লম্বা ছায়াপথ!
ছায়াপথকে কে ঘিরে রাখে নীল?
ওরা  আগুন হয়ে জ্বলে ,
আমি একটুতে ভয় পাই-
ওরা আকাশ কাঁপিয়ে তোলে-,
আমি শব্দতে চমকাই!
ওরা রং ছড়িয়ে হাসে,
 আমার কালোর গায়ে দাগ!
ওরা ভালোবেসেই আসে,
আমার শেষ সম্বল রাগ!
তাই সামলে রেখেই বাঁচি,
সব ইচ্ছেগুলোয় কাঁচি,
তবু একপলকের ঝড়-
ফের হাতছাড়া বন্দর!
ওরা ঢেউয়ের সাথে যায়,
আমার ভিজতে ভীষণ ভয়,
তাই গল্প লেখাই সার,
আমার জিতে গিয়েও হার!
ওরা ঠিক হারিয়েই  যায়,
শুধু ছায়াপথ থেকে যায়!
ছায়াপথ ঘিরে কে থাকে, নীল??
শূন্যতা, আবার করে কাছে টেনে নিয়ো আমায়।