Search This Blog

Tuesday, May 9, 2017

চ্যাপলিন!!

ঢোলা প্যান্ট, ছোট্ট গোঁফ আর ঘননীল ওই সরস চোখে,
চার্লি তুমি হাসছো কেন?
দেওয়াল থেকে? আমায় দেখে?

ভবঘুরে হেলাফেলায় হাসির দমক এক নিমেষে,
পাল্টে গেছে শুকনো তেঁতোয়,  ঠোঁটের পাশে,জিভের কোষে!

সিনেমাই তো! জীবন তো নয়! তাহলে আর চিন্তা কোথায়!
জীবনযাপন সহজ বলো? আমার তো নয়, তোমার কথায়!

বৃষ্টিভেজা নোনতা গালের সাক্ষী থাকুক রাতপ্রহরায়,
দুঃখ-জীবন সহজ করে, কান্না চেপে হাসতে পারায়!

জীবনই তো? ছবি তো নয়? তাহলে আর চিন্তা কোথায়?
হাসতে পারা সোজাই বলো? আমার তো না,তোমার কথায়!

ছোট্ট টুপি, লম্বা জুতো, ঘননীল ওই ব্যাকুল চোখে,
চার্লি, তুমি কাঁদছো কেন?
আয়না থেকে? আমায় দেখে?!