Search This Blog

Tuesday, July 4, 2023

অন্য দরবারে

আভোগ জানো, সুরধনী ? 
শেষবেলাতে জ্বলে ওঠে? উপরের স্বর ছুঁয়ে
আছড়ে পড়ে নিচের তারে, সূর্য ডোবে অনন্ত জলরেখায়- 
সুর মেলানো বৃথাই তোমার, অসুর-পিয়াসি, 
মন বন্ধ করে  চিঠি লেখো তুমি  কোনো অন্য দরবারে।

জগৎ লুটেছে চরণে তোমার, তবু তুমি
খুঁজে ফের অবহেলা? দিগ্বিজয়ী মন , এ 
কোন খেলা ? জল ছুঁয়ে চুমু খেয়ে যায় 
এক পশলা বৃষ্টিমাখা হাওয়া, কোন কলকাকলি
 ভেঙে, কোন রক্তাম্ভর গোধূলিবেলায়-
 কান্না বাজে, বাতাস চিরে!  
মন বন্ধ করে, চিঠি লেখো তুমি, কোনো অন্য দরবারে !

 তুমি 'অ'সুখ জানো, ইন্দ্রজিৎ?
আলস্যে ফোটে রামধনু, মেঘের আড়াল থেকে-
সাতরং যদি কালো হয়ে, কারো বুকে শেলের মতো বাজে ? 
নিষ্ঠুর, তুলি, কলম, সব মিথ্যে তোমার, 
মন বন্ধ করে লেখো তুমি চিঠি, কোনো অন্য দরবারে! 

  

No comments:

Post a Comment