Search This Blog

Wednesday, February 14, 2018

সন্ধ্যে নামার আগে

সূর্য ডোবার আগে নামটা বলে যেয়ো-কারণ রাতের বেলা
আমি হারিয়ে ফেলি--পরিচয়, আস্থা, বিশ্বাস ,এমনকি হিংসাও!
রাত্তিরগুলো নির্জন তো, তাই রাত্তিরগুলো সাহসের-
নগ্ন সাহসের! বন্ধ দরজার এপার থেকে চিৎকারের।
আকাশের বুক ফাটিয়ে যে চিৎকার ভেসে যাবে কালো শূন্যতায়!

শূন্যতা নিয়েই বেঁচে আছি - আমি এবং আরো অনেকে-
হয়তো তুমিও! যদিও মুখোশ বদল আর চোরাগোপ্তা
আক্রমণের খেলাটা বেশ রপ্তই হয়েছে ইদানিং, তবু,
রাতের অন্ধকারে সবই কালোয় মিশে যায়, তুমি তো জানোই!
তাই বলছি, সন্ধ্যে নামার আগেই নামটা বলে যেও-

ছুরি মারতে সুবিধা হবে!!

No comments:

Post a Comment