Search This Blog

Tuesday, September 5, 2017

উল্লাস

অপচয়ের  উল্লাস শেষে ক্লান্ত ? মন রে,
তুই ভুল বুঝিস না আমায়-
আমার সময়ের বড়  দাম, আলস্যের ফল উপাচারে
যায়, ভোগের উপাচার বিচার করে শ্রমের মূল্য;
রঙিন জলে অবসাদ, মেটে? বিষাক্ত ধোঁয়ায় -
পড়ে  থাকা পাতাবন্দী 'দিনবদলের স্বপ্নের' উপর
ছাই জমে, কাট-গ্লাসের ছাইদানে।

আগুন ধরানোর নৈমিত্তিক খেলায় কাগজের
পাতায় অন্যমনস্কে পোড়ে আসিড-পোড়া
কিশোরীর ঘষে দেওয়া মুখ-
আরও একবার; বাটি হাতে দিদিমাকে
দুটাকার সাথে জ্ঞান ছুঁড়ে দিই,
"কাজ করে খাও না কেন?" ট্রেনের তাড়ায়
বৃষ্টিগুলো শুধু চাষের কাজেই মাটি হয় আজকাল!

কে পাত্তা দেয়, কোথাকার কোন  কিশোর বইয়ের
চাপে কফিন-বন্দি হয়ে শুলো শেষ বিছানায়?
আমাদের জন্য যথেষ্ট  নয় কি সপ্তাহান্তের 'উল্লাস'?

বেলাশেষের হিসেব খাতায় গরমিল পেলে নাকি?
চিত্রগুপ্ত?? তুমিও, ভুল বুঝো না আমায়-
সোমরসের পাস্ টা দিয়ে রেখো, দু-দশটা
মোহর নাহয় গুঁজেই দেব, হাতের তেলোয়!















প্রকাশনার জন্য বিবেচ্য    

No comments:

Post a Comment