Search This Blog

Tuesday, July 4, 2023

ফের ভুল হলে

কক্ষনো ফের ভুল হলে শোন, কবিতা লিখিস মেঘ জমিয়ে;
বৃষ্টি এলে একটু ভিজিস, আমাকে না, ওদের নিয়ে -

গঙ্গা তীরের ময়লা শালুক, কুকুরছানা, কাবলিওলা 
লাল চা মাখা বিকেলগুলো, শুকনো পাতা, হারিয়ে যাওয়া,
চেনা গানের কথার ভুলে কিনতে চাওয়া আধখানা সুখ-
ক্ষয়ে যাওয়া পাহাড় বুকে  টলমলে জল, 'আয়না'য় মুখ! 

আমার আজো খেযাল করে বেখেয়ালি গল্প লেখা,
বুনছে ছিঁড়ছে আবার জুড়ছে হলদে খাতার ময়লা পাতা-
শরীর জুড়ে হিমেল হাওয়া উষ্ণতা তোর স্পর্শ দোষে,
তৃষ্ণা মেটায় তৃষ্ণা বাড়ায় স্মৃতির চুমোয়, আলগোছে!  

এক যে আছে ফেরিওলা, স্বপ্ন বেচে, রং মাখিয়ে-
সাত-সতেরো লোভ দেখিয়ে ঠকিয়ে যায় ঘুম ছিনিয়ে-
লোভের ভাগে শরীর পড়ে, দামের ভাগে 'ভালোবাসি',
ভুলের ভাগে অতীত পড়ে; আমার ভাগে  মুচকি হাসি!

কক্ষনো ফের ভুল হলে শোন, কবিতা লিখিস পাহাড় নিয়ে-
ঝর্ণা পেলে একটু ভিজিস, 'ভুল' হয়ে যাওয়া দিন মাখিয়ে! 
  

অন্য দরবারে

আভোগ জানো, সুরধনী ? 
শেষবেলাতে জ্বলে ওঠে? উপরের স্বর ছুঁয়ে
আছড়ে পড়ে নিচের তারে, সূর্য ডোবে অনন্ত জলরেখায়- 
সুর মেলানো বৃথাই তোমার, অসুর-পিয়াসি, 
মন বন্ধ করে  চিঠি লেখো তুমি  কোনো অন্য দরবারে।

জগৎ লুটেছে চরণে তোমার, তবু তুমি
খুঁজে ফের অবহেলা? দিগ্বিজয়ী মন , এ 
কোন খেলা ? জল ছুঁয়ে চুমু খেয়ে যায় 
এক পশলা বৃষ্টিমাখা হাওয়া, কোন কলকাকলি
 ভেঙে, কোন রক্তাম্ভর গোধূলিবেলায়-
 কান্না বাজে, বাতাস চিরে!  
মন বন্ধ করে, চিঠি লেখো তুমি, কোনো অন্য দরবারে !

 তুমি 'অ'সুখ জানো, ইন্দ্রজিৎ?
আলস্যে ফোটে রামধনু, মেঘের আড়াল থেকে-
সাতরং যদি কালো হয়ে, কারো বুকে শেলের মতো বাজে ? 
নিষ্ঠুর, তুলি, কলম, সব মিথ্যে তোমার, 
মন বন্ধ করে লেখো তুমি চিঠি, কোনো অন্য দরবারে!